ঢাকা: নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে ডাকা হরতাল একদিন পিছিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ১২ ও ১৩ আগস্টের বদলে ১৩ ও ১৪ আগস্ট ৪৮ ঘণ্টার হরতাল করবেন তারা।
ঈদ বাড়ি যাওয়া মানুষের ফেরার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে হাই কোর্টের রায়ের পর সন্ধ্যায় এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার হরতাল দেয় জামায়াত।
জামায়াত বলেছে, “অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী এ রায়ের বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
হাইকোর্টের রায়ের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতা-কর্মীরা। মিছিল থেকে ধানমণ্ডি ও কমলাপুরে গাড়ি ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
রায় প্রত্যাখ্যান করে রফিকুল বলেন, এটি একটি ‘ভুল’ রায়। এ রায়ের মাধ্যমে সরকারের ‘রাজনৈতিক উদ্দেশ্যের’ প্রতিফলন ঘটেছে।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related