| শনিবার, ০৩ মে ২০১৪ | প্রিন্ট
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ৩ মে শনিবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সারাদেশে পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো দেশের বিভিন্ন স্থানে হয়রানী, নির্যাতন ও হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের স্মরণে ও তাদের সম্মানে এক মিনিট নিরবতা পালন, মানববন্ধন, র্যালী ও সমাবেশ অনুষ্ঠান।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন-এর নেতৃত্বে সাংবাদিকদের একটি বিরাট র্যালী রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা নির্বাহী পরিষদের সহসভাপতি নুরুজ্জামান প্রধান, শামসুল আলম জুলফিকার, ইলিয়াস আহম্মেদ, আহসান হাবিব, রতন রায়, মহাসচিব এ্যাডঃ লুৎফর রশিদ রানা, যুগ্ম মহাসচিব শাহজাহান মোল্লা, সহকারী মহাসচিব কাজী সিরাজুল ইসলাম, জিএইচ হান্নান, আলতাফ হোসেন, সাংগঠনিক সচিব আবুল বাসার মজুমদার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব এনসার খান (আঃ রাজ্জাক), নির্বাহী সদস্য এসএমএ হাসনাত, রাবেয়া খাতুন শিমুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আলতাফ হোসেন সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করাসহ সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রাণীর বিরুদ্ধে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
বার্তা প্রেরক : এ্যাডঃ লুৎফর রশিদ রানা
মহাসচিব
জাতীয় সাংবাদিক সংস্থা
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা
Posted ১১:৩৪ | শনিবার, ০৩ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin