নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। জাকাতের সঠিকভাবে আদায়ে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। আবার জাকাত আদায়ে গরিমসি করলে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! পন্ডিত ও সংসারবিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দিন। (সূরা: তাওবাহ, আয়াত: ৩৪)
‘সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর জমা করে রাখার।’ (সূরা: তাওবাহ, আয়াত: ৩৫) সূএ: ডেইলি-বাংলাদেশ
Posted ০৭:২৭ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain