| বুধবার, ৩১ জুলাই ২০১৩ | প্রিন্ট
মঙ্গলবার দুপুরে রাজধানীর হাজারীবাগে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ার্ং অ্যান্ড টেকনোলজি মাঠে সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগরের ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের জানাজায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
সোমবার রাতে হাজারীবাগে নিজ বাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বিএনপি নেতা জসিম উদ্দিন।
মির্জা ফখরুল বলেন, “প্রকাশ্যে সন্তানদের সামনে একজন রাজনীতিবিদকে গুলি করে হত্যার ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “জসিমকে যখন হত্যা করা হয় তখন রাস্তা এবং তার বাসার আশপাশের দোকানের বাতি বন্ধ করে দেয়া হয়। এতেই নিশ্চিত হওয়া যায় যে, এ হত্যাকাণ্ড পরিকল্পিত।”
এ হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন মির্জা ফখরুল।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, মহানগর যুগ্ম আহ্বায়ক আজিজুল্লাহ আজিজ, হাজারীবাগ থানা বিএনপি সভাপতি রমজান আলী হিরু, সাবেক কমিশনার হাজী আলতাফ হোসেন, হুমায়ুন কবির, মজবুর রহমান মজু, আনোয়ার পারভেজ বাদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী জানাজায় অংশ নেন।
Posted ০১:৫৫ | বুধবার, ৩১ জুলাই ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin