| শনিবার, ১৬ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তর জালিয়াতির অভিযোগে ১২ পরীক্ষার্থী আটক করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ অপর দু’টি কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের আটকের পর কোতোয়ালি ও ধানমণ্ডি থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- এমডি নাহিদ হাসান, এহসানুল কবির নির্ঝর, রুবেল মিয়া, হাসিবুর মোল্লা, আলমগীর ইসলাম, হাসান মাহমুদ, জান্নাত হোসেন, জান্নাতুল একরাম, সাদ্দাম হোসেন, তাবিবুর রহমান, মনিরা খাতুন ও আজিজুল হক।
তবে মোবাইল এসএমএস জালিয়াতির চক্রের বহিরাগত ডেপুটি চিফ ধরা পরলেও পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেয় ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মফিজুল ইসলাম শিশির।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অশোক কুমার সাহা বাংলামইলকে বলেন, ‘পরীক্ষা চলাকালে মোবইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তরসহ ১২ জনকে আটক করা হয়।’
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বাংলামেইলকে বলেন, ‘আটককৃত শিক্ষার্থীদের সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। তাদেরকের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে ভর্তি পরীক্ষার উত্তর জালিয়াতির অভিযোগে আজিজুল হককে সিটি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে শিক্ষকরা ধানমণ্ডি থানা পুলিশে সোপর্দ করে।
ধানমণ্ডি থানার ডিউটি অফিসার কামরুল বাংলামেইলকে বলেন, বিকেলে সিটি কলেজ কর্তৃপক্ষ আজিজুল নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে। ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যার থানায় আসলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে ধানমণ্ডি থানার ওসি আবু সালেহ শেখ মাসুদ করিম বাংলামেইলকে বলেন, ‘মোবাইলে এসএমএসের মাধ্যমে আজিজুল উত্তর সংগ্রহ করছিল। পরে শিক্ষকরা তাকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
Posted ০৩:১৪ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin