শুক্রবার ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জন্মদিনে শহীদ জিয়ার মাজারে জনতার ঢল : গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথ

  |   রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

jonmodine-shahid-ziar

স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সারাদেশে কর্মসূচিতে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথ নেন।

সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পুলিশি গ্রেফতার-হয়রানিতে পালিয়ে বেড়ালেও প্রিয় নেতার মাজারে শ্রদ্ধা জানাতে আসেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার জগদ্দল পাথরের মতো স্বৈরতন্ত্র চাপিয়ে দিয়েছে। গণতন্ত্র অবমুক্ত ও ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের শপথ আমরা নিয়েছি।’ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী সকালে শেরেবাংলা নগরে সমবেত হন। বেলা সাড়ে ১১টায়  দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর মাজারে মানুষের ঢল নামে। একে একে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী এবং সমর্থিত সংগঠন বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানান। জাতীয়তাবাদী সমর্থিত পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান স্বাধীনতার ঘোষকের মাজারে।

ঢাকার রাজপথে পুলিশি বাধা ছাড়া কয়েক মাস পর গতকাল জাতীয়তাবাদী স্লোগান নিয়ে জমায়েত হন হাজার হাজার নেতাকর্মী। ‘লাল-সবুজের পতাকায়—জিয়া তোমায় দেখা যায়’, ‘এক জিয়া লোকান্তরে—লক্ষ জিয়া ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগানে তারা মাজার প্রাঙ্গণকে মুখরিত করে তোলেন।

জিয়ারত এবং দোয়া ও মোনাজাত শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) ও জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ডা. এজেডএম জাহিদ হোসেন, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আবদুল মান্নান, অ্যাডভোকেট আহমেদ আযম খান, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নাজিম উদ্দিন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আ.ন.হ. আখতার হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামিমুর রহমান শামিম, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, জাসাস সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুব আলম শাহ, শিকাগো বিএনপি সভাপতি শাহ মোজাম্মেল নান্টুসহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, ওলামা দল, ড্যাব, এ্যাব, তাঁতী দল, মত্স্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকেও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম সফল হবেই। এই সংগ্রামে জনগণের বিজয় হবে। আমরা বিশ্বাস করি, চলমান লড়াইয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো সম্ভব হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩০ | রবিবার, ১৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com