| রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের উচিত শিক্ষা দেয়া হবে। তিনি বলেন, এদেশ জনগণের। এদেশের মানুষ ক্ষমতার প্রকৃত মালিক, এগুলো বড়ো দলের কাছে উপেক্ষিত। তিনি বলেন, এদেশ কোনো দল, ব্যক্তির বা গোষ্ঠীর হতে পারে না। জনগণ ঐকবদ্ধ হয়ে এবার শোষণহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো। ১৬ কোটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবো।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক ঐক্যের উদ্যোগে আজ এক সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অংশ নেয়। জোর করে নির্বাচন নয়, সন্ত্রাস করে ঠেকানো নয়, সবার কাছে গ্রহণযোগ্য শান্তিপূর্ন নির্বাচন চাই শীর্ষক ওই সমাবেশে ড. কামাল হোসেন আরো বলেন, বড়ো দল জনগণকে ক্ষমতাহীন করে রেখেছে। তিনি বলেন, বড়ো এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ড. কামাল হোসেন উপস্থিত অন্যসব রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের সারা দেশে পাড়া মহল্লায় মালিক কমিটি গঠনের আহবান জানান। তিনি বলেন, এসব কমিটি জনগণ যে দেশের মালিক তা তুলে ধরবে, এক্যবদ্ধ হয়ে তাদের নাগরিক ক্ষমতা রক্ষা করবে।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশের জনগণ একতরফা নির্বাচনে অংশ নেবে না। তিনি জানান, সিপিবি-বাসদ ও একতরফা নির্বাচনে না যাওয়া ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। অগ্নিসংযোগ ও হামলাকারীদের শাস্তির দাবি করে খালেকুজ্জামান বলেন, যারা এমন সহিংসতা ঘটালো, পুলিশ এখনো কেন তাদের ধরতে পারছে না, সেটা এখন একটা বড় প্রশ্ন। পুলিশের এই ব্যর্থতার জন্য সাধারণ মানুষের নিরাপত্তা আরো হুমকির মধ্যে পড়েছে। সময় এসেছে ক্ষমতাকেন্দ্রিক পাল্টাপাল্টি সহিংস রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ জাগরণের।
নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, পঞ্চদশ সংশোধনী করে জানিতে সঙ্কটে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র উপদষ্টো মনজুরুল আহসান খান, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। সমাবেশ শেষে একটি সাদা মিছিল বের করে এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলটি প্রেস কাবে এসে শেষ হয়।
Posted ০৩:১৭ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin