| শুক্রবার, ১১ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ময়মনসিংহের ত্রিশাল থেকে ছিনতাই হওয়া তিন জঙ্গির মধ্যে একজনকে ওই দিনই গ্রেপ্তার করা গেলেও অপর দুজনকে এখনও ধরা সম্ভব হয়নি। তাদের ধরার জন্য আমাদের আভিযান অব্যাহত আছে। আশা রাখি আমরা তাদের গ্রেপ্তার করতে পারবো। তিনি বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলা পুলিশের বার্ষিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, কৌশলগত কারণে আমাদের অবস্থানটা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কি হবে সেটা বলবো না। তবে আমরা এ ব্যাপারে সক্রিয় ও সতর্ক আছি।
তিনি তদন্ত ও আভিযানিক তৎপরতা চলছে উল্লেখ করে বলেন, ইতিমধ্যে এর রহস্য আমরা অনেকাংশে উন্মোচিত করতে সক্ষম হয়েছি। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ত্রিশালে কোনো পুলিশ জড়িত ছিল কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এ বিষয়ে সুষ্পষ্ট করে বলার মতো কিছু আসেনি, তদন্ত অব্যাহত আছে। সুতরাং এভাবে কোনো তথ্যের ওপর মন্তব্য করা যৌক্তিক হবে বলে আমি মনে করি না।
এর আগে আইজিপি হাসান মাহমুদ খন্দকার জাতীয় পতাকা উত্তোলন করে টাঙ্গাইলে বার্ষিক পুলিশ সমাবেশ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।স্থানীয় পুলিশ লাইন মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক পুলিশ সমাবেশের সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক বাংলাদেশ এর সভানেত্রী রোমাইসা সামাদ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ১০:১২ | শুক্রবার, ১১ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin