নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কিছু মার্কেট রয়েছে যেগুলো চোরাই মার্কেট হিসেবে পরিচিত। সেখানে মোবাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি করে এনে অল্প মূল্যে বিক্রি করে দেওয়া হয়। এখন জানার বিষয় হলো- এসব চোরাই মার্কেট থেকে জিনিসপত্র কেনা কি জায়েজ আছে? ক্রয় করে ফেললে তখন কী করণীয়?
গুরুত্বপূর্ণ উক্ত বিষটি নিয়ে আলোচনা করেছেন ঢাকার চৌধুরীপাড়ায় অবস্হিত শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কোরআন মাদরাসার মুফতি ও মুহাদ্দিস সাদেকুর রহমান।
চুরি করা জঘন্য ও দণ্ডনীয় অপরাধ। চোর চুরির মাধ্যমে বস্তুর মালিক হয় না। বরং তা মূল মালিকের কাছে হস্তান্তর করা আবশ্যক। মূল মালিকের কাছে হস্তান্তর সম্ভব না হলে সওয়াবের নিয়ত ব্যতীত তা সদকা করে দেওয়া ওয়াজিব।
সুতরাং কোনো মার্কেটের ব্যাপারে যদি নিশ্চিত জ্ঞান থাকে অথবা প্রবল ধারণা হয় যে, ওই মার্কেটে যা বিক্রি করা হয় তা চোরাইকৃত তাহলে কারো জন্য সেই মার্কেট থেকে কোনো জিনিস ক্রয় করা জায়েজ হবে না।
ক্রয় করে নিয়ে আসলে তা ব্যবহার করা জায়েজ হবে না বরং ফেরত দেওয়া জরুরি। ফেরত দেওয়া সম্ভব না হলে তা সদকা করে দেওয়া জরুরি।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি চোরাইকৃত বস্তু জানা সত্ত্বেও তা ক্রয় করল সে চুরির গুনাহ এবং লাঞ্ছনার ক্ষেত্রে অংশীদার হলো। (সুনানে বায়হাকী-হাদিস নম্বর ১১১৪১, মুসতাদরাকে হাকেম-হাদিস নম্বর ২২৫৩)
সূত্র: ফাতাওয়া শামী-৫/ ৯৮-৯৯. ফাতাওয়া হিন্দিয়া-২/১৮৪ তাবয়ীনুল হাকায়েক-৫/২২১
সূএ: ডেইলি-বাংলাদেশ
Posted ০৭:৪০ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain