| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
চট্টগ্রাম, ১৬ জানুয়ারি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গণপূর্ত মন্ত্রী মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে চট্টগ্রাম সার্কিট হাউজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৪-৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় ২টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। মন্ত্রীর ধমকে কাজ হয়নি।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সার্কিট হাউসের ভেতরেই এক ছাত্রলীগ নেতাকে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা কুপিয়ে আহত করার পর দু’টি মোটর সাইকেলও আগুন পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের ছাত্রলীগের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মতবিনিময় সভা শেষে মন্ত্রী মহোদয় এবং আওয়ামী লীগ নেতারা বেরিয়ে যাবার পরই কয়েকজন মারামারি শুরু করেছে। আকস্মিকভাবে বিশৃঙ্খলার কারণে এরা কারা আমরা বুঝতেই পারিনি।
খবর পেয়ে কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের বিবদমান নেতাকর্মীরা সার্কিট হাউস ছেড়ে চলে যায়। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
Posted ২০:৫১ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin