| শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমার এলাকায়ও ভোট হয়নি। আমার ভোটও আমি দিতে পারিনি। দেশের মানুষ এ নির্বাচন গ্রহণ করেননি। খোদ সরকারি মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।
শুক্রবার গণফোরামের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে। ওই নির্বাচনের মাধ্যমে বস্তুত সরকারি দল ও জোটের মাধ্যমে ক্ষমতা ভাগ-বাটোয়ারার ব্যবস্থা করা হয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর কীভাবে তা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে?
গণফোরাম নেতা বলেন, যেখানে অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়নি এবং অন্যান্য আসনে খুব সামান্যসংখ্যক ভোট পড়েছে, সেখানে নির্বাচন কমিশন ৪০ শতাংশ ভোট পড়ার কথা কীভাবে বলে। সাবেক নির্বাচন কমিশনার এম এ আজিজ এক কোটি চার লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সভায় বক্তব্য দেন মোস্তফা মোহসীন, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, জামালউদ্দিন আহমেদ, আ. আজিজ, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার, আ ও ম শফিক উল্লাহ, সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, নওয়াব আলী প্রমুখ।
Posted ০৯:৫৯ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin