সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গর্ভকালে এই ৫ খাবার খেলে গর্ভের সন্তান দ্রুত বড় হয়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ আগস্ট ২০২৪ | প্রিন্ট

গর্ভকালে এই ৫ খাবার খেলে গর্ভের সন্তান দ্রুত বড় হয়

গর্ভাবস্থায় খাবার-দাবারের প্রতি যত্নবান হতে হবে। গর্ভাবস্থায় কয়েকটি খাবারকে ডায়েটে রাখা খুবই জরুরি। অন্যথায় শরীর ও স্বাস্থ্যের বেজে যেতে পারে বারোটা। তাই আপনার প্রতিদিনের ডায়েটে অবশ্যই এই খাবারগুলোকে জায়গা করে দিন। তারপর এদেরকে ডায়েটে করে দিন জায়গা।

 

​দুগ্ধজাত খাবারে রাখুন ভরসা​

এই সময় শরীরে প্রোটিন এবং ক্যালশিয়ামের চাহিদা বাড়ে। আর এই দুইয়ের ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত দই খেতে পারেন। তাতেই উপকার মিলবে। তবে এর পাশাপাশি চিজ, দুধ, দইয়ের মতো দুগ্ধজাত খাবারেও রাখতে পারেন ভরসা। কারণ, এসব দুগ্ধজাত খাবারের পাশাপাশি ফসফরাস, ভিটামিন বি, ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো খনিজ এবং ভিটামিনও রয়েছে। আর এসব উপাদানও গর্ভাবস্থায় শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারে।

fod

​সেরার সেরা ডাল​

প্রেগনেন্সিতে নিয়মিত ডাল খেতে ভুলবেন না যেন! কারণ, এতে রয়েছে ফাইবার, প্রোটিন, আয়রন, ফোলেটের মতো একাধিক জরুরি উপাদান যা কিনা প্রেগনেন্সিতে শরীরের হাল ফেরায়। এর পাশাপাশি সন্তানের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। তাই আপনারা অবশ্যই রোজের ডায়েটে ডালকে নিজের পছন্দ মতো ডালকে জায়গা করে দিন। তাতেই উপকার মিলবে হাতনাতে। দূরে থাকবে একাধিক জটিল অসুখ।

 

মিষ্টি আলুর জুড়ি নেই

আলুর স্বাদের কাছে হেরে যায় মিষ্টি আলু। তাই আমাদের বেশিরভাগের বাড়িতেই এই সবজি বেশি ঢোকে না। তবে মনে রাখবেন, গর্ভাবস্থায় নিয়মিত মিষ্টি আলু খেতেই হবে। কারণ, এই আলুতে রয়েছে বিটা ক্যারোটিনের ভাণ্ডার। আর এই উপাদান শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে একাই একশো। সেই সঙ্গে দেহ থেকে ক্ষতিকর সব উপাদান বের করে দেওয়ার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই আপনার রোজের ডায়েটে মিষ্টি আলু রাখুন।

fod3

​ডিম খাওয়া চাই​

আমাদের অতি পরিচিত ডিম হলো প্রোটিনের ভাণ্ডার। আর এর প্রোটিন শরীরের জন্য সেরার সেরা। খুব সহজেই এই উপাদান দেহ গ্রহণ করে নেয়। যার ফলে শরীরে এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি মিটিয়ে নেওয়া যায়।

 

শুধু তাই নয়, এতে রয়েছে কোলিন নামক একটি উপাদান যা কিনা গর্ভাবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার রোজের ডায়েটে ডিম থাকা মাস্ট।

food_pic4

​চিকেনের শরণাপন্ন হন​

চিকেন খেতে ভালোবাসেন নিশ্চয়ই! তাহলে ঝটপট এই খাবারকে ডায়েটে জায়গা করে দিন। কারণ, এতে রয়েছে বি ভিটামিনের ভাণ্ডার। আর এই ভিটামিন গর্ভের সন্তান এবং মায়ের জন্য অত্যন্ত উপকারী। শুধু তাই নয়, এতে বেশ কিছুটা আয়রনও রয়েছে। যার দরুন অ্যানিমিয়ার ফাঁদ এড়ানো যায়। শুধু তাই নয়, চিকেন হলো উন্নত মানের প্রোটিনের ভাণ্ডার। যেই কারণে মুরগির মাংস খেলে দূরে থাকে একাধিক অসুখ।

সূএ: ঢাকা মেইল ডটকম
Facebook Comments Box
advertisement

Posted ০৮:৫৩ | শনিবার, ৩১ আগস্ট ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com