| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দেখভালের দায়িত্বে থাকা দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নির্বাহী কমিটির সদস্য বেলালকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ আটক করেছে ।
শনিবার ফজর নামাজের আজানের পূর্বে আনুমানিক রাত চারটার কিছু পরে তাদের আটক করা হয় । ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তুলে রিজভীসহ অপর নেতাকে আটক করে ডিবি পুলিশ অজ্ঞাত স্থানে নিয়ে যায় ।
এসময় ডিবি পুলিশের সদস্যরা কার্যালয়ের প্রধান ফটক ব্যবহার না করে ভবনের দ্বিতীয় তলার বিকল্প পথে কার্যালয়ে প্রবেশ করে কম্পিউটার সহ কিছু আসবার পত্র ভাংচুর করে । এসময় ভাংচুরের ছবি ধারণ করতে গেলে সাংবাদিকরা আক্রমনের স্বীকার হন ।সময় টিভি এবং ৭১ টিভির ক্যামেরা ভাংচুরের অভিযোগও পাওয়া গেছে ।অন্যদিকে অফিসের কর্মচারী শামীমকে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির অন্তত ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সাম্প্রতিক আন্দোলন শুরুর পর থেকেই রিজভী দলীয় অফিসে রাত কাটাচ্ছিলেন, অফিসেই তার দিনরাত কাটছিল। বঙ্গভবনে বৈঠক শেষে ফেরার সময় তাকে দেখতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিদিন সংবাদ সম্মেলন আর বিবৃতির মাঝেই নয়াপল্টনে সময় পার করছিলেন রিজভী।
দলের সঙ্কট মুহূর্তে রিজভী যখন একা কেন্দ্রীয় কার্যালয়ে ২৪ ঘণ্টা অবস্থান করে দাপ্তরিক কাজকর্ম করে যান। ত্যাগ এবং আন্তরিকতার পরাকাষ্ঠা দেখিয়ে দলের মধ্যে যতোটা ইতিবাচক এবং সহানুভূতি পাওয়ার মতো ভাবমূর্তি তৈরি করতে পেরেছেন দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাসে আগুন দেয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আসামী করা হয়েছে।
Posted ০২:২৭ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin