| শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৪ জানুয়ারি : সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘সংবিধান অনুসারে বৈধ’ আখ্যায়িত করে গণতন্ত্র রক্ষার জন্য নতুন নির্বাচনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান।
বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ‘এটিএন বাংলা এবং গণতন্ত্রের জন্য বিতর্ক’ আয়োজিত রম্য সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আকবর আলী খান বলেন, ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান মোতাবেক হলেও নৈতিকভাবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হয় নি। ১৫৩ টি আসনে নির্বাচনই হয়নি। ১৪৭ টি আসনে নির্বাচন হলেও ১০ শতাংশের বেশি ভোট পড়েনি।
তিনি বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সার্বিক বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে সমঝোতা ভিত্তিতে নির্বাচনে আসতে হবে। দেশের জনগণকে আরো সচেতন হবার আহবান জানান তিনি।
রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সহিংসতার অন্যতম কারণ যারা নির্বাচনে জয় লাভ করেন তারা তাদের কর্মীদের মাফ করে দেন। অন্যদিকে বিরোধী দলের কর্মীদের সাজা দেন। এই সংস্কৃতি অব্যাহত থাকলে সহিংসতা দূর হবে না। সহিংসতার আরও একটি কারণ হচ্ছে বিচার বর্হিভুত হত্যাকান্ড।
সংগঠনের সভাপতি হাসান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় ছায়া সংসদে সরকারিদল হিসেবে বির্তকে অংশ নেয় ঢাকা মেডিকেল কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় অংশ নেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি।
Posted ১০:২৪ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin