আদালত প্রতিবেদক,
ঢাকা : ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের কর্মসূচির দিনে পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও ঢাকা মহানগরীর সভাপতি সাদেক হোসেন খোকাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান মঙ্গলবার জামিন নাকচ করে এই আদেশ দেন। এছাড়া অন্য দুটি মামলায় হান্নান শাহকে দশ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
৫ মে এস আই শাজাহান হত্যার ঘটনায় মতিঝিল থানার এই মামলায় হান্নান শাহ ও খোকাকে সাত দিন করে রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সরোয়ার আলম। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানীতে অংশ নেন- অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট মহসিন মিয়া, অ্যাডভোকেট বোরহান উদ্দিন, অ্যাডভোকেট খোর্শেদ মিয়া আলম প্রমুখ।
মঙ্গলবার সকাল দশটায় বিএনপির এই দুই নেতাকে আদালতে আনা হয়। ৫ মে হেফাজতের সমাবেশের দিন পুশিশের কাজে বাধা দেয়া এবং একজন পুলিশের মৃত্যুর ঘটনায় হান্নান শাহর বিরুদ্ধে তিনটি এবং সাদেক হোসেন খোকার বিরুদ্ধে একটি মামলায় হাজিরার জন্য তাদের আদালতে আনা হয়। তিন মামলায় হান্নান শাহর ২৭ দিন এবং এক মামলায় সাদেক হোসনে খোকার সাতদিন রিমান্ড আবেদন করে পুলিশ।
গত ২৫ নভেম্বর রাত ৯টার দিকে জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ এবং ৪ ডিসেম্বর রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয় সাদেক হোসেন খোকাকে।