| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা আদালতে যেকোনো মূল্যে সরকারের ‘একতরফা’ নির্বাচন রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার সিএমএম আদালতে রিমান্ড শুনানির শেষ দিকে নিজে কথা বলতে গিয়ে এ হুঁশিয়ারি দেন খোকা।
আইনজীবীদের বক্তব্যের পর খোকা নিজে বক্তব্য দিতে কাঠগড়ায় উঠে আসলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বক্তব্য দেয়ার বিরোধিতা করেন। এসময় বিচারক খোকার উদ্দেশে বলেন, ‘যেহেতু আপনার পক্ষে অনেক আইনজীবী বক্তব্য রেখেছেন এবং আদালতের সময়ও শেষ তাই আপনাকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া যাবে না।’
উত্তরে খোকা বলেন, “আমি প্রথমেই বক্তব্য রাখতে চেয়েছিলাম কিন্তু আপনি (বিচারক) পরে বলে আমাকে থামিয়ে দিয়েছেন, তাই আমাকে বলতে দিতে হবে।” এ কথা বলেই তিনি বক্তব্য দেয়া শুরু করেন।
বর্তমানে শেখ হাসিনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় এমন দাবি করে খোকা এ সময় বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি সরকার নির্বাচনের মাধ্যমে একটি তাবেদার সরকার প্রতিষ্ঠা করতে চাইলে আমি সাদেক হোসেন খোকা জীবনের ঝুঁকি নিয়ে সেদিন পাকিস্তান সরকারের নির্বাচন কমিশন ভবন উড়িয়ে দিয়েছিলাম। তখন সে নির্বাচন আমি রুখে দিয়েছি। ”
এ সময় সরকার পক্ষের আইনজীবীরা চিৎকার করে ওঠেন। তখন খোকা আদালতের ডায়াসে থাপ্পর দিয়ে বলেন, “যেকোনো মূল্যে এ নির্বাচন রুখবো।”
এদিকে খোকাকে আদালতে আনার আগ থেকেই সিএমএম আদালতে বিএনপির বিপুল সংখ্যক আইনজীবী অবস্থান নেন। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এসময় আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, বুধবার রাতে উত্তরার এক বাসা থেকে সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করে র্যাব।
Posted ১৭:২৮ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin