| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৩ জানুয়ারি : বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আবেদনটি নামঞ্জুর করেন।
এর আগে খোকার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে রাজধানীর রমনা থানার দুটি, মোহাম্মদপুর থানার একটি এবং শাহবাগ থানার এক মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবীরা। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সানাউল্যা মিয়া।
Posted ১২:০৬ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin