ঐক্যপ্রয়াসী হয়ে, ঐক্যের নিমিত্তে কুরআন-সুন্নাহ বিশ্বাসীদেরকে নিয়ে ঐক্যের প্রাচীর গড়ে তুলতে হবে
—হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাঁসান
গত ১৪ই আগস্ট বুধবার ইষ্ট লন্ডনাস্থ আলহুদা ইসলামিক সেন্টারে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদ্যোগে ঈদ পূনর্মিলনী সভা অনুষ্টিত হয় ।
খেলাফত মজলিস লন্ডন মাহানগরীর সভাপতি মাওলানা তায়ীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হতে আগত খেলাফত মজলিস সিলেট মহানগরীর সম্মানিত সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাঁসান।
সভার পারম্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নিউহাম শাখার সহ সভাপতি মাওলানা উবাইদুর রাহমান।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস যুক্তরাজ্যের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল করীম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সহ সভাপতি হাফিজ মাওলানা ছাদিকুর রাহমান, হাফিজ মাওলানা এনামুল হক, সহ সাধারন সম্পাদক হাফিজ মুফতী আব্দুর রাজ্জাক, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল মালিক, প্রশিক্ষন সম্পাদক মাওলানা জাবির আহমাদ, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা নুফাইস আহমাদ, নিউহাম শাখার সভাপতি মাওলানা সাইফুর রাহমান, টাওয়ার হ্যামলেটস শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম মানিক প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত রেখে, যে কোন কাজ করতে হবে। হৃদয়য়ে আল্লাহর ভয় রেখে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করে, আল্লাহর জমিনে তাঁর প্রতিনিধির কাজ পরিচালনা করতে হবে।
মনে রাখতে হবে! খেলাফতের দায়িত্বশীলদেরকে ঐক্যপ্রয়াসী হয়ে, ঐক্যের নিমিত্তে কুরআন-সুন্নাহ বিশ্বাসীদেরকে নিয়ে ঐক্যের প্রাচীর গড়ে তুলতে হবে এবং মানবতার মুক্তির পথকে সম্প্রসারিত করে সবাইকে এপথে এগিয়ে আসতে হবে।
সভাপতি বক্তব্যে মাওলানা তায়ীদুল ইসলাম ঈদ পূনর্মিলনীতে আগত ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, আমাদেরকে রমযানের প্রদান শিক্ষা তাকওয়াকে ধরে রাখতে হবে এবং ঈদের শিক্ষাকে সামনে রেখে আমাদের সমাজকে পরিচালনা করতে হবে। ঈদের দিনের মত সমাজের সর্বস্তরের মানুষ তথা ধনী-গরীব, কৃষক-শ্রমিক, সকল মেহনতি মানুষের মাঝে সমান ভাবে মর্যাদা প্রদান করতে হবে এবং স্বচ্ছ খেলাফত মজলিসের আন্দোলনের কাজকে এগিয়ে নিতে হবে, যাতে কোন ধরনের শুন্যতা স্পর্শ করতে না পারে।
পরিশেষ বিশ্ব শান্তি ও মুক্তি কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়।
বার্ত প্রেরক : আনিসুর রহমান
সম্পাদনায় : অনলাইন ডেস্ক
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related