মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুব শিগগিরই নতুন জোটের ঘোষণা

  |   শনিবার, ১৬ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

image_62525_0

ঢাকা: খুব শিগগিরই নতুন জোটের ঘোষণা আসবে জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)  সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘১৪ দল আজ ভাঙনের মুখে। এরশাদ জোট ছাড়ার ঘোষণা দিবেন যেকোন মুহূর্তেই। আমরা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছি।’
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশাখাঁয় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)র উদ্যোগে ‘উত্তরোত্তর রাজনৈতিক সংকট ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।
আ স ম রব বলেন, ‘দেশ আজ রাজনৈতিক এবং সাংবিধানিক সঙ্কটে নিপতিত। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভা পদত্যাগ করায় মন্ত্রীদের পদ শূন্য হয়ে গেছে। পদত্যাগী মন্ত্রীদের নিয়ে মন্ত্রিপরিষদ সভা আহ্বান সাংবিধানিক নয়। রাষ্ট্র কোনো নাটকের স্থান নয়, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিবেন অথচ তারিখ দিবেন না।’
আ স ম আবদুর রব বলেন,  ‘নির্বাচনী আচরণবিধি (আরপিও) সংশোধন করে নির্বাচন বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচনের ব্যয় ২৫ লাখ করা হয়েছে। ফলে ভালো লোকের পক্ষে নির্বাচনে এত টাকা ব্যয় করা সম্ভব হবে না।’
তিনি বলেন, ‘জনগণ দুই দলের কাছে জিম্মি হয়ে আছে। গণতন্ত্র চর্চা বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যায় না।’
গোলটেবিল আলোচনায় মূল প্রস্তাবনা উপস্থাপন করেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৫৩ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com