| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৯ নভেম্বর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবনে গেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি খালেদার গুলশানের বাসভবনে যান।
দলীয় সূত্রে জানা গেছে, কাজী জাফরের সঙ্গে আছেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, গোলাম মসিসহ মজিবুর রহমান যুক্তিবাদী প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের জানান।
Posted ১৫:২২ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin