| বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১১ | প্রিন্ট
দলের সিনিয়র নেতারা গতরাতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
রাত সাড়ে ৯টার দিকে গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি সেলিমা রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা প্রথমে দলের চেয়ারপার্সনকে শুভেচ্ছা জানান।
এরপর চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া এমপি, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক সরাফত আলী সপু, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নেত্রীকে অভিনন্দন জানান।
খালেদা জিয়াও নেতাদের শুভেচ্ছা জানান। এরপর চেয়ারপার্সনের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা খালেদা জিয়াকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান।
ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাত্
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে ইরানের রাষ্ট্রদূত সস্ত্রীক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন। গত রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাত্ হয়।
রাষ্ট্রদূত হুসেন আমিনিয়ান তুসী ও তার স্ত্রী নতুন বছরের শুভেচ্ছা জানান খালেদা জিয়াকে।
বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান আমার দেশকে বলেন, ইরানের রাষ্ট্রদূত ও তার স্ত্রী ম্যাডামকে নববর্ষে শুভেচ্ছা জানাতে এসেছেন। তারা দুই দেশের সম্পর্ক উন্নয়ন বিষয়েও মতবিনিময় করেছেন।
সাক্ষাতের সময় দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
Posted ১২:১৮ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin