| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে যে মন্তব্য করেছেন, তা দেশ, দেশের আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর জন্য অপমানজনক। খালেদা জিয়া ধ্বংসাত্মক রাজনীতির নতুন জাল বোনা শুরু করেছেন।
তিনি শান্তি চান না, অশান্তি চান। এসবের জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বলেন মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসানুল হক ইনু। সংলাপের বিষয়ে খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদী তৎপরতা বন্ধ না করা পর্যন্ত কার্যকর সংলাপের জন্য উনি উপযুক্ত হবেন না। তবে গণতন্ত্রে সংলাপ ধারাবাহিক প্রক্রিয়া। সরকার সংলাপের জন্য প্রস্তুত। তবে সংলাপের আগে খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের ত্যাগ করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলা ও জঙ্গিবাদী তৎপরতা বন্ধ করতে হবে।
উল্লেখ্য, গতকাল খালেদা জিয়া বলেন, আপনারা দেখেছেন, কীভাবে মানুষকে নির্যাতন করেছে। আদৌ যৌথ বাহিনী ছিল কি না, সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। বাংলাদেশের পুলিশ ও অন্য বাহিনী এত নিষ্ঠুর হবে, এটা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। তাদের কাজকর্ম দেখে মনে হয় না সার্বভৌমত্ব অটুট আছে। ৪২ বছর পর আবার স্বাধীনতা হারাতে বসেছি। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধা যাঁরা বেঁচে আছেন, তাঁরা তো এ দৃশ্য দেখার জন্য বেঁচে নেই।
Posted ১০:৫৯ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin