| শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে নিউইয়র্ক টাইমসের এশিয়া ব্যুরো চিফ অ্যালেন বেরিকে দেখা করতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বেগম জিয়ার সঙ্গে দেখা না করেই চলে যান অ্যালেন বেরি।
শুক্রবার রাত ৯টায় নিউইয়র্ক টাইমসের এশিয়া ব্যুরো চিফ অ্যালেন বেরি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসভবনে যান।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে প্রবেশ করতে দেয়নি। পরে তিনি ফিরে যেতে বাধ্য হন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানও বিদেশি ওই সাংবাদিকের সঙ্গে ছিলেন। তাকেও খালেদার বাসায় প্রবেশ করতে দেয়া হয়নি।
Posted ১৯:৩৬ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin