বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় যোগ দিতে গেলে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) সাত্যকী কবিরাজ ঝুলন নতুন বার্তাকে জানান, মঙ্গলবার দুপুর দুইটার দিকে হাইকোর্টের সামনে থেকে (কদম ফোয়ারার কাছাকাছি) তাকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
প্রসঙ্গত, খন্দকার মাহবুব সম্প্রতি বিরোধী দলের চলমান আন্দোলনে আইনজীবীদের সমন্বয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বিএনপির প্রথম সারির প্রায় সব নেতা আড়ালে চলে গেলে দলের পক্ষে একাধিক সংবাদ সম্মেলনও করেছেন।
Like this:
Like Loading...
Related