| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: রাত ১০টা ২৫ মিনিটে দুই গাড়ি বিজিবি, এক গাড়ি র্যাব এবং পাঁচটি পুলিশ ভ্যানের পাহারায় দুটি অ্যাম্বুলেন্স কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছে। আর এই গাড়িবহরে করেই তার মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুরের ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, সেখানে জেলা পুলিশ সুপারের মাধ্যমে স্বজনদের কাছে কাদের মোল্লার লাশ হস্তান্তর করা হবে।
অ্যাম্বুলেন্স দুটির মধ্যে একটি সবুজ রঙের এবং লাকসাম ফেয়ার হসপিটাল লেখা, গাড়ি নম্বর ঢাকা মেট্রো ছ-৭১০৬-৭৬। অন্যটি সাদা রঙের অ্যাম্বুলেন্স এবং গাড়ি নম্বর ঢাকা মেট্রো ছ-৭১০৬-৭৪।
জানা গেছে, একটি ভ্যানে করে ৮ পুলিশ সদস্য এবং দুটি গাড়িতে করে ১৪ জন র্যাব সদস্য পাহারা দিয়ে কাদের মোল্লার মরদেহ তার গ্রামের বাড়িতে নেয়া হয়।
Posted ১৬:৪৭ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin