রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাম্পাস থেকে বের করে দেয়া হলো জাবি ভিসিকে

  |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

vc jahangir_e

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলনকারী শিক্ষকরা তাকে ক্যাম্পাস থেকে বের করে দেন। এসময় ভিসি নিজের গাড়ি ফেলে রেখে কোষাধ্যক্ষের গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন।
সোমবার সকালে স্মৃতিসৌধে ফুল দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসি আনোয়ার হোসেন ঢুকতে গেলে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার সময় উপাচার্য ক্যাম্পাসে আসেন। প্রো-উপাচার্য ড. আফসার আহমদের বাসায় উঠলে শিক্ষকরা সেখানে উপাচার্যকে গালি গালাজ করে। এসময় আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যর গাড়ির পতাকা খুলে ফেলেন এবং গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেন। আন্দোলনকারী শিক্ষকদের তোপের মুখে এক পর্যায় উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন তার গাড়িটি রেখে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবুল খায়েরের গাড়িতে করে চলে যেতে বাধ্য হন।
এ বিষয়ে আন্দোলনকারী ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক ড. মুহম্মদ কামরুল আহসান বলেন, উপাচার্য  তার ক্যাম্পাসে প্রবেশের নৈতিক অধিকার হারিয়েছে। উপাচার্য আনোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিষিদ্ধ। তিনি যেহেতু এখন আমাদের উপাচার্য নন তাই আমরা ভিসির জন্য বরাদ্দকৃত গাড়িটি রেখে দিয়েছি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বিজয়ের এই দিনের আনন্দ তাদের কপালে আর সইল না। তিনি আরো বলেন, এই দিন দিন না আরো দিন আছে।
উল্লেখ্য আন্দোলনকারী শিক্ষকদের তোপের মুখে সরকারের উচ্চ মহলের নির্দেশে গত ৫ ডিসেম্বর পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন জাবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। তবে আন্দোলনকারী শিক্ষকরা তাকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষনা করে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে সর্বাত্মক ধর্মঘট অব্যাহত রেখেছে।
এদিকে, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। সকাল সাতটায় জাবি ভিসি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন, প্রো- উপাচার্য (প্রশাসন) ড. আফসার আহমদ, জাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুলতান লিখনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, কর্মচারী সমিতি, জাবি ছাত্রলীগ, জাবি ছাত্রদল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও সাংস্কৃতিক সংগঠন গুলো স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Facebook Comments Box
advertisement

Posted ২৩:৩৪ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com