সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

"কে সৎ হওয়া প্রয়োজন এবং কাকে নির্বাচিত করবেন"?

  |   শুক্রবার, ১৬ আগস্ট ২০১৩ | প্রিন্ট

তায়ীদুল ইসলাম

কাকে প্রথম সৎ হতে হবে? আমাদের দেশে যে করুন অবস্থা, এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন? কাকে প্রথম সৎ করা দরকার? সারা দেশের সমস্থ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অসৎ কর্ম কান্ড এবং অসততা I

এই অন্ধকার অসততা থেকে মুক্তি অর্জন পেতে হলে দেশ ও জাতীকে বাঁচাতে হলে প্রয়োজন কি প্রশাসনের প্রথম ব্যক্তিকে সৎ ও যোগ্য হওয়ার? এরকম চিন্তা ভাবনা এবং অনুসন্ধান কি দেশের প্রশাসনের প্রধান ব্যক্তির জানা এবং মানা প্রয়োজন?


দীর্ঘ ৪২ বছর ধরে যারা প্রশাসন পরিচালনা করেছেন বা করছেন তারা কি স্বচ্ছ প্রতিফলন গটিয়েছেন?


প্রিয় পাঠক এই অনুসন্ধান আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে এবং আপনার সুচিন্তার অনুসন্ধানে ফলে প্রকাশ করবেন । যে দেশের আকাশ জালিমের নির্যাতনের কাল মেঘে ছেয়ে গেছে সবুজ চত্বর, ঘনিয়ে আসছে সমাজ ও গনতন্রের অস্বচ্ছলতার সুনামী!! তাহলে দেশের এই অহিনকুল অবস্থায় প্রশাসনে কাকে প্রথম সৎ ও যুগ্য হওয়া উচিত? কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রনে আসবে ! কেমন করে আস্তে আস্তে ধীরে ধীরে প্রশাসন ও দেশ এবং সমাজ থেকে ঘুষ ও দুর্নীতি দূর হবে ।


কেমন নীতিতে উক্ত সমাজ ধ্বংসের চক্রান্ত হতে নিরাপদ হবে? এর অনুসন্ধান যদি আপনার হৃদয়ে উদয় হ্য় যে, দেশের দুর্নীতি,ঘুষ দূর করতে প্রথম কাকে সৎ ও যুগ্য হতে হবে? উত্তর যদি হয় দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী । যিনি দেশের প্রধান নির্বাহী তাকেই প্রথম সৎ ও যুগ্য হতে হবে I


তাদের সততা ও দক্ষতায় মন্ত্রীরা সৎ হবে I তখনি ধীরে ধীরে গোটা দেশে ন্যায় ও শান্তির শাসন কায়েম হতে পারে I এই চিন্তার বিপরীত আপনার অভিমত, তাহা হল যে সর্বপ্রথম জনগনকে সৎ হতে হবে এবং এর নিমিত্তে কোন ক্রমে যেন অসৎ ব্যক্তিদের নেতা বা অসৎ কোন ব্যক্তি নেতা বা প্রতিনিধি হিসেবে নির্বাচিত না করেন I


নেতা বা প্রতিনিধি নির্বাচিত করার আগে দলের এবং ব্যক্তি উবয় দিকে তাকিয়ে সততার প্রতি গভীর লক্ষ্য রেখে নিজের মত প্রকাশ করতে হবে I এবং প্রতিনিধি নির্বাচিত করতে হবে I কোন অবস্থায় যেন কোন অসৎ ব্যক্তি নির্বাচিত না হয় I তাই প্রয়োজন সর্বপ্রথম মত প্রকাশের আগে সততার চাদরে নিজেকে জড়িয়ে রাখা এবং ঠিক, সৎ শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করা I তাহলেই আমাদের সমাজ বা রাষ্ট্রে সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্টিত হবে I






                    For news : news@shadindesh.com
For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৬ | শুক্রবার, ১৬ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com