| সোমবার, ১১ এপ্রিল ২০১১ | প্রিন্ট
জেসিডি আন্তর্জাতিক রিপোর্টার : কেরানীগঞ্জে ছাত্রদলের সম্মেলনস্থলে বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক ভিপি আমানউল্যাহ আমান ও ছত্রদল নেতা কর্মীর পুলিশ ও ছাত্রলীগ ক্যাডারদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি।
বহির্বিশ্বর বিএনপির নেতৃবৃন্দ।গতকাল এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বহির্বিশ্বর কমিটির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ সম্রাট ও সদস্য সচিব মোসলেহউদ্দিন আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জনি, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শাহ, আহম্মদ আলী মুকিব সহ নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের পোষ্য যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী এবং আজ্ঞাবহ পুলিশ বাহিনী দিয়ে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণ চালাচ্ছে, তাতে তাদের বাকশালী চরিত্রের ক্রমাগত ভয়ঙ্কর রূপ প্রকাশিত হচ্ছে। তারা বলেন, সরকার এ ধরনের নৈরাজ্য সৃষ্টির পথ পরিহার না করলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। আমানউল্যাহ আমানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতি প্রদানকারীদের মধ্যে আর ও রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বহির্বিশ্ব বিএনপির সহকারী সদস্য সচিব ও জার্মানের সাধারন সম্পাদক মাসুদ রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বহির্বিশ্ব বিএনপির সহকারী সদস্য সচিব ও ফিনল্যান্ডের সাধারন সম্পাদক জামান সরকার মনির, যুক্তরাষ্ট্র বিএনপির সাধারন সম্পাদক এম কে পাশা বাবুল,বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার আহবায়ক মো:দেলোয়ার হোসন দেলোয়ার, সুডেনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জিন্টু, জার্মানের সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম ফ্রান্সের আহবায়ক আহসানুল হক বুলু অষ্ট্রিয়ার সভাপতি ফজলুর রহমান বকুল, স্পেনের সভাপতি খোরশেদ আলম মজুমদার, ইতালীর সভাপতি লকিয়ত উল্লাহ পর্তূগালের সভাপতি ওলীউর রহমান চৌধূরী, সুইজারল্যান্ডের সভাপতি এম মিজানুর রহমান,জাপানের সভাপতি মোঃ ইলিয়াস মুন্সী, সযুক্ত আরব আমীরাতের সভাপতি হাজী মোঃ শরাফত আলী অন্যতম।
Posted ০০:২১ | সোমবার, ১১ এপ্রিল ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin