| শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
সাভার, ১৭ জানুয়ারি : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার দেশি-বিদেশি কারো কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তবে একমাত্র দেশের বাস্তবতার কাছেই আওয়ামী লীগ মাথানত করবে। তিনি বলেন, দেশি-বিদেশিদের পরামর্শ সরকার প্রয়োজনে ভেবে দেখবে।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইলে আবদুল্লাপুর-বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যোগাযোগমন্ত্রী জানান, তার প্রিয় অভিনেত্রী ছিলেন সুচিত্রা। অন্তিম ইচ্ছে অনুযায়ী সুচিত্রা সেনের মরদেহ স্বদেশ ভূমি বাংলাদেশে আনা হলে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।
তিনি প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে মহাসড়কটি চার লেনে উন্নীত করারও ঘোষণা দেন।
ওবায়দুল কাদের সহিংসতামুক্ত রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয়ায় বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক বিভাগের ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, ঢাকার নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ ও মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন আহমেদ।
Posted ১১:০০ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin