সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কায়রোর রাবেয়া স্কয়ারে ১০ লক্ষাধিক মুরসি সমর্থকের ক্বদরের নামায আদায়

  |   বুধবার, ০৭ আগস্ট ২০১৩ | প্রিন্ট



আবুল কালাম আজাদ, মিসর থেকে: মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসিকে অপসারণের পর থেকেই কায়রোর রাবেয়া স্কয়ারসহ মিসরজুড়ে আন্দোলন করে আসছে ইসলামপন্থীরা। পবিত্র লাইলাতুল ক্বদরের বিশেষ রাতেও রাবেয়া স্কয়ারে ১০ লক্ষাধিক নারী-পুরুষ নামায আদায় করে মুরসির সমর্থনে বিক্ষোভ করেছে। এছাড়া কায়রো বিশ্ববিদ্যালয় স্কয়ার, আলেকজান্দ্রিয়া, সুয়েচ, সুহাগ, দুমিয়াত, পোর্ট সাইদসহ বিভিন্ন জেলাও বিক্ষোভ করেছে ইসলামপন্থীরা। 

এদিকে তাহাজ্জুদ নামায শেষে চতুর্থবারের মতো পুলিশ ও শীর্ষ সন্ত্রাসীদের হামলায় দুমিয়াত জেলায় কমপক্ষে ৫৫ জন মুরসি সমর্থক আহত হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। সেনা অভ্যুথানের ফলে এ যাবত মুরসি সমর্থক নিহত হয়েছেন ৪৮১ জন আহত প্রায় ৮ হাজারের অধিক, গ্রেফতার দেড় হাজার আর চ্যানেল বন্ধ হয়েছে ৯টি। মুরসিকে সমর্থন করায় পৃথিবীর বিশিষ্ট জনদের কায়রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে সেনা সরকার। 

সম্প্রতি নোবেল বিজয়ী ইয়ামিনী নারী কারমান ও সুদানের রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান তুরাবির ছেলে ইসামকে ফিরিয়ে দিয়েছে। তাছাড়া  ফিলিস্তিনের মিসর হয়ে গাজা উপত্যকা সফর করতে চাইলে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এর্দোগানকে  অনুমতি দেয়নি মিসরের সেনা সরকার। মুরসিকে তার নির্ধারিত মেয়াদ ফিরিয়ে দেয়া, শূরা কাউন্সিল বলবৎ রাখাসহ ৪ দফা দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছে ব্রাদারহুড। 

অন্যদিকে গত রোববার রাতে কারাগারে ব্রাদারহুড ভাইস প্রেসিডেন্ট খাইরাত সাতেরের সাথে আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করতে চাইলে তিনি নাকচ করে দেন। আগামী ২৫ আগস্ট ব্রাদারহুড নেতাদের তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার মামলায় আদালতে হাজির করা হবে। জাতীয় সুপ্রিম কোর্ট ও জাতীয় নিরাপত্তা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে মুরসি সমর্থকরা। এছাড়া অনেক খৃস্টানরাও মুরসির পক্ষে বিক্ষোভ করছে। 

লাগাতার আন্দোলনের ফলে অর্থনৈতিকভাবে মিসরে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। তাছাড়া নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী নাগালের বাইরে। গত ১ মাসে সবচেয়ে ঋণগ্রস্ত মিসর। আন্দোলনের ফলে আমেরিকান দুতাবাস কায়রো লাগাতার বন্ধ। গত এক সপ্তাহ বন্ধ থাকার পরে আবারো আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় দূতাবাসটি।
For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ০৪:০১ | বুধবার, ০৭ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com