| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে।
বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
কামরুল জানান, আপিল বিভাগ থেকে রায়টি ট্রাইব্যুনালে যাবে। এরপর ট্রাইব্যুনাল ঢাকার জেলা প্রশাসক ও জেল কর্তৃপক্ষের কাছে রায় পাঠাবেন।
আইন প্রতিমন্ত্রী জানান, কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে রায় কার্যকর করতে একটু সময় লাগবে। তা না হলে যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হবে।
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয়।
Posted ১৭:৪০ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin