| শুক্রবার, ২৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
রাজশাহী, ২৫ এপ্রিল : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ওই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
তদন্ত টিমের প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে সদস্য সচিব হুমায়ূন কবীর, সাংবাদিক প্রতিনিধি ও বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, বিএমএ প্রতিনিধি ডা. মোসাদ্দেক আহমেদ ও স্বাস্থ্য মহাপরিচালকের প্রতিনিধি ডা. মাহমুদ হাসান শুক্রবার থেকে কাজ শুরু করেন।
ইতোমধ্যে তদন্ত টিমের সদস্যরা ওই ঘটনায় জড়িতদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। শুক্রবার সকালে তদন্ত টিমের অন্যতম সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া নগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
নগরীর মালোপাড়ার ম্যাস লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি এ সময় ওই দিনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বর্ণনা শোনেন। মতবিনিময় সভায় রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির সদস্যরা দুপুর ৩টায় ওই দিনের ঘটনায় আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
Posted ১৫:৫০ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin