| শুক্রবার, ০৬ জুলাই ২০১৮ | প্রিন্ট
এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের কেজি ২০০ টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে কেজি প্রতি ১৬০ টাকা ছিল। বৃষ্টি ও দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে ডুবে গেছে মরিচ ক্ষেত। সে কারণে মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ১৮০ থেকে ২০০টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এদিকে, দাম কমেনি বেগুন, পটল, শসা’সহ অন্যান্য সবজিরও। দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও বন্যার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের বাইরে।
সপ্তাহের ব্যবধানে রান্নার নিত্যপ্রয়োজনীয় এই সবজির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। প্রতিকেজি কাঁচা মরিচের দাম উঠেছে ২০০ টাকা পর্যন্ত। বেগুন, শসা, পটল, ঝিঙা’সহ বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০-৫০ টাকার মধ্যে। তবে, অপরিবর্তিত লাল শাক, কলমি শাক ও পুঁইশাকের দাম।
ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে। তারপরও দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও বন্যার অজুহাত দিয়ে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা।
মাছের বাজারে দেখা মিলছে, ছোট-বড়-মাঝারি আকারের ইলিশের। বিক্রেতাদের দাবি, গেল ১৫ দিনে ইলিশের দাম কেজিতে ১০০ টাকা কমেছে। যদিও ক্রেতাদের দাবি দাম এখনো নাগালের বাইরে। উর্ধ্বমুখী টেংরা, মাগুর, শিং, পাবদা’সহ অন্যান্য ছোট মাছের দর।
অপরিবর্তিত রয়েছে সবধরনের মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ কেজি দরে। দেশি হাঁস বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা আর প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। সূত্র: সময় টিভি
Posted ১৩:১৫ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain