| শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ | প্রিন্ট
গত সপ্তাহের তুলনায় রাজধানীর কাচাবাজারগুলোতে অধিকাংশ সবজির দাম কমেছে।
শুক্রবার রাজধানীর জিগাতলা বাজার, রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এ চিত্র দেখা গেছে।
ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২৫ টাকায়, মুলা ৪০ টাকা, টমেটো ৩০ টাকা ও লাউ ৫০ টাকায় বিক্রি হয়েছে। শিমের দাম ৩০ টাকা কমে ৩০ টাকা কেজি, আলু ১৬ টাকা, গাজর ৩০ টাকা কেজি, পেঁপে ২৫ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। ধনেপাতা ৬০ টাকা,বেগুন ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি, লেবু হালি ৪০ টাকায় বিক্রি হয়েছে।
দেশি ও আমদানি সব ধরনের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দেশি আদা বিক্রি হয়েছে ১২০ টাকায় এবং আমদানি করা আদা ৯০ টাকায়। আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে।
খাসির মাংস ৭০০ টাকা কেজি এবং গরুর মাংস বিক্রি হয়েছে ৫২০ টাকা দরে। ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে গত সপ্তাহের মতোই ১৫৫ টাকা কেজি দরে। লাল লেয়ার বিক্রি হয়েছে ২১০ টাকায়।
Posted ১৪:৫২ | শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain