নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ মে ২০২৩ | প্রিন্ট
বার্মিংহাম : বার্মিংহামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আওলাদ হোসেন সম্প্রতি হৃদজনিত রুগে আক্রান্ত হয়ে বার্মিংহামের ডডলি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, তার দ্রুত রুগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ওয়েস্ট মিডল্যান্ডস ও বিএনপির নেতা কর্মীরা অংশ নেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সুজাতুর রাজা চিকিৎসাধীন আওলাদ হোসাইন এর সর্বশেষ শারিরীক অবস্থার জানিয়ে সংকিপ্ত বক্তব্য রাখেন।
মাহফিলে উপস্তিথ ছিলেন বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অবজার হুসেন, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহসভাপতি আব্বাস মিয়াঃ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, ওয়েস্ট মিডল্যান্ডস সাবেক স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মজনু মিয়াঃ, বিএনপি নেতা ওলিউর রহমান, এডভোকেট নজরুল ইসলাম, ঈদন আলী, শামীম খান, ইসলাম খান এবং মোহাম্মাদ ইকবাল প্রমুখ। মাহফিলে দোয়া পরিচালনা করেন রায়হান আহমেদ।
Posted ১৬:৫৯ | শনিবার, ২০ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin