| সোমবার, ১১ এপ্রিল ২০১১ | প্রিন্ট
নিউইয়র্ক থেকে এনা: বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্র সচিব শমসের মোবিন চৌধুরী বীর বিক্রম ৬ এপ্রিল রাতে বাংলাদেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন। জাতিসংঘে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশনের
সভায় যোগদানের জন্যে ২০ মার্চ তিনি নিউইয়র্কে এসেছিলেন। ১ এপ্রিল সে সভা শেষ হলে তিনি ওয়াশিংটন ডিসিতে যান দলীয় কাজে। সেখানে স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্ল্যাক ছাড়াও ক্যাপিটল হিলের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সাথে সাক্ষাত করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অবহিত করেন। বিএনপি চেয়ারপার্সন যুক্তরাষ্ট্রে এলে ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন, কংগ্রেসম্যান-সিনেটরদের সাথে সম্ভাব্য বৈঠক নিয়ে কথা বলেন বলে জানা গেছে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সাথে আলোচনার সুযোগ পেলেও আনুষ্ঠানিক কোন বৈঠকে অংশ নিতে তিনি আগ্রহ দেখাননি। উল্লেখ্য যে, বিএনপি-জামাত জোটের শাসনামলের শেষ পৌণে দুই বছর (২০০৫ সালের মার্চ থেকে ২০০৭ সালের এপ্রিল) এবং কেয়ারটেকার সরকারের ৪ মাস শমসের মোবিন চৌধুরী ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সুবাদে যুক্তরাষ্ট্রে অনেকের সাথে তার কূটনৈতিক সম্পর্ক তৈরী হয়। সেই কানেকশন কাজে লাগিয়ে বিএনপির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে তার এ সফরের গুরুত্ব অপরিসীম বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা। বিশেষ করে, ড. ইউনূসকে ঘিরে ওবামা প্রশাসনের সাথে শেখ হাসিনার মধ্যে তিক্ততার সুযোগ নিতে বিএনপি শমসের মোবিন চৌধুরীকে ওয়াশিংটনে পাঠিয়েছিল বলে অনেকের ধারণা।
Posted ০০:৩০ | সোমবার, ১১ এপ্রিল ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin