| বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
২৪ এপ্রিল: সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে চলমান বিমানের রাডার ক্রয়ে দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জুর আহমদকে আসামিপক্ষে জেরা শেষ করেন।
ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আব্দুল মজিদ জেরা গ্রহণ করেন। ওই সাক্ষির সাক্ষ্য শেষ হওয়ার পর বিচারক রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে আগামী ১৫ মে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ঠিক করেন। বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ হলো।
সাক্ষ্যগ্রহণের সময় মামলার প্রধান আসামি এইচ এম এরশাদ আদালতে উপস্থিত না থেকে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। তবে মামলার অপর ২ আসামি বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি এ কে এম মুসা শুরু থেকে পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। ১৯৯৫ সালের ১২ আগস্ট মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে।
আসামিরা অবৈধ আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি ৪ লক্ষ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেন বলে অভিযোগ করা হয়।
Posted ১২:২২ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin