| শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফুটবলের ড্র সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে ব্রাজিলের সালভাদরের কোস্টা দো সোপে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের মূলপর্বে উন্নীত ৩২ দলের মধ্যকার গ্রুপ বন্টন অনুষ্ঠিত হয়।
আটটি গ্রুপে বিভক্ত বিশ্বের অন্যতম আকর্ষনীয় এই প্রতিযোগিতায় সবচেয়ে কঠিন গ্রুপ বা ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে চিহ্নিত হয়েছে জি গ্রুপ। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নি এবং বিশ্ব ফুটবলের অন্যতম পাওয়ার হাউজ হিসেবে খ্যাত জার্মানি, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল সাম্প্রতিক সময়ে আফ্রিকার সবচেয়ে ভালো পারফর্ম করা দল ঘানা এবং যুক্তরাষ্ট্র এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার কঠিন এক লড়াইয়ে অবতীর্ণ হবে।
পাঁচবারের চ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপের আয়োজক ও অন্যতম ফেভারিট ব্রাজিল খেলবে এ গ্রুপে। ক্রোয়েশিয়া, ক্যামেরুন এবং মেক্সিকোর সমন্বয়ে গঠিত এই গ্রুপকে সহজ গ্রুপরে মর্যাদাই দিচ্ছেন ফুটবলবোদ্ধারা।
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির আর্জেন্টিনাও তুলনামূলক সহজ গ্রুপে খেলবে। এফ গ্রুপে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপের আসরে খেলতে নামা বসনিয়া হার্জেগোভিনা, এশিয়ার ইরান এবং আফ্রিকার সুপার ঈগল হিসেবে পরিচিত নাইজেরিয়া। এই গ্রুপের বাঁধা পেরুনো আর্জেন্টিনার জন্য কঠিন হবে না বলেই ভাবা হচ্ছে।
বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং নেদারল্যান্ডস এবারের প্রতিযোগিতায় একই গ্রুপ অর্থাৎ বি গ্রুপে পরস্পরের মুখোমুখি হবে। অবশ্য তাদের প্রতিদ্বন্দ্বি চিলি এবং অস্ট্রেলিয়া হওয়ায় এই দুই দলই এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড অনায়াসে পৌঁছে যাবে বলেই ধারণা করা হচ্ছে।
১২ জুন সাও পাওলোতে স্বাগতিক ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ৩১ দিনব্যাপী এই বিশ্ব কাঁপানো ক্রীড়া উৎসবের। প্রতিযোগিতার চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হবে ১৩ জুলাই রিও ডি জেনেইরোতে।
২৮ জুন থেকে প্রতিটি গ্রুপের দুটি শীর্ষ দলগুলোকে নিয়ে প্রতিযোগিতার শেষ ষোলর লড়াই শুরু হবে। ৪ ও ৫ জুলাই শেষ আটের লড়াই এবং ৮ ও ৯ জুলাই শেষ চারের লড়াই অনুষ্ঠিত হবে। ১২ জুলাই দুই পরাজিত সেমিফাইনালিস্টের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এক নজরে বিশ্বকাপের গ্রুপিং:
গ্রুপ- এ
ব্রাজিল, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, মেক্সিকো
গ্রুপ- বি
স্পেন, নেদারল্যান্ডস, চিলি, অস্ট্রেলিয়া
গ্রুপ- সি
কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট, জাপান
গ্রুপ- ডি
উরুগুয়ে, কোস্টারিকা, ইংল্যান্ড, ইতালি
গ্রুপ- ই
ফ্রান্স, সুইজারল্যান্ড, ইকুয়েডর, হন্ডুরাস
গ্রুপ- এফ
আর্জেন্টিনা, বসনিয়া হার্জেগোভিনা, ইরান, নাইজেরিয়া
গ্রুপ- জি
জার্মানি, পর্তুগাল, ঘানা, যুক্তরাষ্ট্র
গ্রুপ- এইচ
বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া
Posted ১৫:৫১ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin