| রবিবার, ১০ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
রাজধানীর পাশে টঙ্গীর তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আম-বয়ানের মধ্যমে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এটি শেষ হবে ১২ জানুয়ারি। চার দিন বিরতির পর দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব।
তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দানের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বিশ্ব ইজতেমার প্যান্ডেল ও সামিয়ানা তৈরির কাজের উদ্ধোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে মাওলানা জোবায়ের পন্থী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করবে। এরপর মাঝে চারদিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে। তবে এবার ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে না।
গাজীপুর মট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, দু’ই পর্বের ইজতেমা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
Posted ২১:৩৬ | রবিবার, ১০ নভেম্বর ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain