বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘একতরফা পাতানো নির্বাচন’ প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন ফখরুল

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

‘একতরফা পাতানো নির্বাচন’ প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন ফখরুল

Mirza-Fakhrul
 

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে দেশে ‘অগণতান্ত্রিক’ একটি পরিবেশ তৈরি করেছে দাবি করে তা বজায় রেখে নির্বাচনে আপত্তি জানিয়েছে বিএনপি।

রোববার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘তথাকথিত’ তফসিল ঘোষণার পরও আইন ভাঙার অভিযোগ করেন।

তিনি ঘোষিত তফসিল স্থগিত করে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছেন। ‘একতরফা পাতানো নির্বাচন’ প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

নিরর্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা অবরোধের মধ্যে রোববার দেয়া ওই বিবৃতিতে বর্তমান অবস্থায় বিরোধী দলের অবস্থান ব্যাখ্যা করেন মির্জা ফখরুল।

সহিংসতার মধ্যদিয়ে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ কর্মসূচি চলছে। এতে সহিংসতায় ২০ জনের বেশি মানুষ মারা গেছেন, গাড়ি পোড়ানোয় অগ্নিদগ্ধ হয়েছেন অনেকে।

রাজধানীতে গাড়ি পোড়ানোর ঘটনায় দুটি মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে থাকা মির্জা ফখরুলের এটি প্রথম বিবৃতি। প্রথম দফায় ৭১ ঘণ্টা অবরোধ কর্মসূচির পর নিহতদের স্মরণে গত শুক্রবার বিকালে নয়া পল্টনের কার্যালয়ের সামনে গায়েবানা জানাজায় সর্বশেষ তাকে দেখা গেছে।

বিরোধী দলের কার্যালয়ের ভেতরে ঢুকে নেতাদের গ্রেপ্তার, সভা-সমাবেশ করতে না দেয়ার বিষয়গুলো তুলে ধরে ফখরুল বলেন, “এই রকম চরম অগণতান্ত্রিক পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই উঠতে পারে না।”

এজন্য ক্ষমতাসীনদের দায়ী করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে ‘চিরস্থায়ী’ করার উদ্দেশ্যে দেশে এই পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে এলেও ‘সর্বদলীয়’ সরকার গঠন করে নির্বাচনের দিকে এগোচ্ছে আওয়ামী লীগ। এই লক্ষ্যে নির্বাচনকালীন সরকার গঠন করে তাতে বিএনপিকেও যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে ফখরুল বলেন, “আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পুনর্গঠিত বেআইনি এই সরকার অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে। রাষ্ট্র শাসনে তাদের কোনো নৈতিক অধিকার নেই।

“সকল আইন ভেঙে তথাকথিত তফসিল ঘোষণা করে প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে চলছে, নীতি নির্ধারণী  সিদ্ধান্ত গ্রহণ করছে, চুক্তি স্বাক্ষর করছে।”

তফসিল ঘোষণা করে পরিস্থিতি সঙ্কটের দিকে ঠেলে দেয়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি বলেন,“এর বিরুদ্ধে সমগ্র জাতি যখন সোচ্চার হয়ে উঠেছে, তখন সরকার জনগণের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করবার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও তাদের দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা প্রদান ও গ্রেপ্তার করছে।”

ইসির উদ্দেশে তিনি বলেন, “ঘোষিত তফসিল স্থগিত করুন এবং সকল দলের অংশ গ্রহণের মাধ্যমে অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিন।”

“অন্যথায় বাংলাদেশের মানুষ একতরফা পাতানো নির্বাচন মেনে নেবে না। আন্দোলনের মাধ্যমেই তাদের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার তারা আদায় করবে,” হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ০০:৩০ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com