| শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট
শাহ সুমন, বানিয়াচং থেকেঃ হবিগঞ্জ বানিয়াচংয়ের সুফিয়া মতিন মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ২০২১ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর রোজ শনিবার সকাল ১১ ঘটিকয় সুফিয়া মতিন মহিলা কলেজের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুলতান আহমেদ ভূঁইয়া। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
তিনি বক্তব্যে বলেন শুধু মাত্র কাগজে কলমে শিক্ষা অর্জন করলেই হবে না। শিক্ষার কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি করার পাশাপাশি ছাত্রীদেরকে সর্বদা শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা করা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান ধন মিয়া, উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন,স্বপন কুমার দাস প্রমুখ।
Posted ২০:৪২ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | admin