নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ঢাকা : রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টরের একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আজ (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন। তিনি জানান, সোনালী ব্যাংকের পাশে থাকা একটি বস্তিতে আগুনের সংবাদ পেয়ে তাদের ছয়টি ইউনিট ছুটে গেছে।
আগুন লাগার কারণ তারা জানাতে পারেননি। এছাড়া এ ঘটনায় কারও হতাহতেরও খবর পাননি তারা। আগুন নেভাতে দমকল কর্মীদের সহায়তা করছে স্থানীয় লোকজনও। আগুন লাগার পর আশপাশের এলাকার সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। পুলিশ উৎসুক মানুষদের সরাতে কাজ করছে।
Posted ১৩:০৮ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain