| রবিবার, ০৫ আগস্ট ২০১৮ | প্রিন্ট
আসছে ঈদের নাটক-টেলিফিল্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ঈদের জন্য তিনি গোলাম সোহরাব দোদুলের ‘লাগ ভেলকি লাগ’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এটি আরটিভিতে প্রচার হবে। এই নাটকে তার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এদিকে সম্প্রতি তিশা শুটিং শেষ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘আয়েশা’ শিরোনামের একটি টেলিছবির। এই টেলিছবির মধ্য দিয়ে ১১ বছর পর আবার টেলিভিশনের জন্য টেলিছবি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এটিতেও তিশার সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এই ঈদের কয়টি নাটক ও টেলিফিল্মে কাজ করছেন? এ প্রশ্নের জবাবে তিশা বলেন, আসলে তা এখনই বলা কঠিন। এখনো তো ঈদের অনেকদিন
বাকি। তবে ঈদের বেশকিছু কাজ হাতে রয়েছে। কয়েকটির শুটিং শুরু হয়েছে, কিছু এখনো শুরু হয়নি। বেশকিছু স্ক্রিপ্ট হাতে জমা আছে। সময় মিললে এবং গল্প, চরিত্র ভালো পেলে আমি কাজ করি। তবে শেষ মুহূর্তে বলা যাবে কয়টি নাটক-টেলিছবিতে আমাকে দেখা যাবে। এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিরিজটির নাম ‘অতঃপর জয়া’। এটি পরিচালনা করেছেন আরিফুর রহমান। সামাজিক সচেতনতামূলক ওয়েব সিরিজটিতে একজন গৃহিণীর চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটিতে তিশার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। বিশেষ দিবসের নাটক টেলিছবির বাইরে এই অভিনেত্রী চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’ ছবির কাজ শেষ করেছেন তিনি। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এই ছবিটি নির্মিত হয়েছে। মানবজমিন
Posted ১৪:৩০ | রবিবার, ০৫ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain