নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। অসহায় মানুষকে আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এদেশের মানুষকে আধিপত্যবাদ মুক্ত উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিবে ইনশাআল্লাহ।
রবিবার তিনি খুলনার ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইউনিয়ন সহযোগী সদস্য সম্মেলনে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মাগুরখালী ইউনিয়ন সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহান।
গোলাম পরওয়ার আরও বলেন, আমাদের দেশে কুরআনের বিধান চালু নেই। এজন্য নাগরিকগণ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কুরআনের বিধান চালু হলে মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাবে। মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
এতে বক্তৃতা করেন- জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, আবু ইউসুফ মোল্লা, সোহরাব হোসেন, আমীর মাওলানা মোক্তার হোসাইন।
Posted ১৬:৪৪ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain