নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির সামরিক লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার ভোর থেকে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল।
হুথি অবস্থান ছাড়াও ইয়েমেনের জ্বালানি ও তেল স্থাপনা এবং দেশটির একটি বন্দরেও ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে। খবর আরব নিউজের।
এর আগে বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি যোদ্ধারা।ওই হামলার পাল্টা জবাব দিতে ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী হোদেইদাহে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। সানায় দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহে একটি তেল স্থাপনায় লক্ষ্য করে ব্যপক হামলা চালানো হয়েছে।
হুথি সমর্থীত গণমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর শহর হোদেইদাহতে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে। সানায় অবস্থিত দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্র এবং হোদেইদাহতে বন্দরকে লক্ষ্য করে চার দফা হামলা চালিয়েছে ইসরায়েল।
তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন।
এদিকে ইসরায়েলি বাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে হুতির ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে।
হুথিরা গত সোমবার দখলকৃত এলাকা, ইয়াফায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।এছাড়াও ইসরায়েলি নৌবাহিনীর একটি রণতরী ভূমধ্যসাগরে একটি ড্রোনকে বাধা দিয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।
হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
৯ ডিসেম্বর মধ্য ইসরায়েলের শহর ইয়াভনে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়, ওই ড্রোন হামলাটি হুথি গোষ্ঠী করছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া গত জুলাই মাসে তেলআবিবে একটি হুথি ড্রোন হামলায় একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়, যা ইয়েমেনের হোদেইদাহ বন্দরে প্রতিশোধমূলক হামলার প্ররোচনা দিয়েছে।
হুথিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি ও ইসরায়েলগামী সব জাহাজে হামলা চালাচ্ছে। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কখনো কখনো ব্রিটিশ বাহিনী হুথিদের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায়।
ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হুথি বিশ্বব্যাপী হুমকি হয়ে উঠেছে। তিনি এদের প্রতি ইরানের সমর্থনের কথা ইঙ্গিত করে বলেন, আমরা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয় মধ্যপ্রাচ্যের এমন যে কোনো দেশের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাব।
Posted ০৭:৪১ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain