বার্মিংহাম : সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি আর কেবল বৈষম্যই চলছে, মানুষে মানুষে ভেদাভেদ আর অপসংস্কৃতির সয়লাবে গোটা সমাজব্যবস্তাই আজ ভণ্ঙুর হয়ে গেছে। বেহায়াপনা ও ইসলাম বিমুখতার কারনেই আজ অশান্তি চলছে সর্বত্র। গতকাল খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডলেন্ডস এর উদ্যোগে আয়োজিত তরবিয়াতি মজলিসে সংগঠনের কেন্দ্রিয় নব নির্বাচিত নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ প্রধান অতিথির আলোচনায় একথাগুলো বলেন।
মিডলেন্ডস সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও বার্মিংহাম সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় দারসে ক্বোরআন পেশ করেন বার্মিংহাম সহ সভাপতি মাওলানা শাহ সুলতান মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য ও দারসে হাদিস পেশ করেন সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম।
আস্টনস্হ দারুসসুন্নাহ একাডেমিতে আয়োজিত বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্তিতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডলেন্ডস সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, মাওলানা শায়েখ মুহাম্মদ মনির, বারমিংহাম সেক্রেটারী আ ফ ম শুয়াইব, মিডলেন্ডস সেক্রেটারী সৈয়দ কবির আহমদ, গ্লোষ্টার সভাপতি মাওলানা অলিউর রহমান, সহ সভাপতি মাওলানা হাবীবুর রহমান, আলহাজ আব্দুল গনি।
হাফেজ আহমদ হুসাইন, হাজী আইয়ুব মিয়া, মাওলানা কুদরত উল্লাহ শরিফ, ক্বারী আব্দুল খালিক মুশতাক,ক্বারী বাহার উদ্দীন, মুহাম্মদ সাদেক আহমদ। প্রমুখ। তারবিয়তি মজলিসে সংগঠনের লক্ষ উদ্দেশ্যের সাথে একমত পোষন করে চারজন ভাই সংগঠনে যোগদান করেন।
Like this:
Like Loading...
Related