| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
১৬ জানুয়ারিঃ দৈনিক ইনকিলাবের কার্যালয় ঘেরাও করে তল্লাশির পর পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে দিয়েছে পুলিশ। বার্তা সম্পাদক রবিউল্লাহ, কূটনৈতিক প্রতিবেদক আহমদ আতিক ও ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক রফিক মুহাম্মদকে আটক করা হয়েছে। পত্রিকাটির সার্ভার রুম ও তিনটি কম্পিউটার জব্দ করা হয়েছে। আজ রাত সাড়ে আটটার দিকে মতিঝিল থানা পুলিশের একটি দল ওই কার্যালয়ে যায়। তাদের সঙ্গে ডিবি পুলিশের সদস্যরাও ছিলেন।
পত্রিকাটির সংবাদকর্মীরা জানান, পুলিশ প্রবেশ করে তাদের সবার মোবাইল ফোন নিয়ে নেয়। কাজ বন্ধ রাখতে বলে। পুলিশ ও গোয়েন্দা সদস্যরা সংবাদকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। তল্লাশি চলাকালে ওই কার্যালয়ে কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হয়নি। রাত সাড়ে নয়টা পর্যন্ত পত্রিকা প্রকাশের সব কাজ বন্ধ ছিল। পত্রিকাটির একজন সিনিয়র রিপোর্টার জানিয়েছেন, আগামীকালের পত্রিকা প্রকাশ করা সম্ভব হবে না।
Posted ২০:৪০ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin