| শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা : দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। সাংবাদিক তিনজন হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সিনিয়র রিপোর্টার রফিক মুহাম্মদ ও অপরাধ বিষয়ক রিপোর্টার আহমেদ আতিক।
এর মধ্যে পুলিশের পক্ষ থেকে অপরাধ বিষয়ক রিপোর্টার আহমেদ আতিককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
কেস ডকেট (সিডি) না থাকায় আগামী সোমবার রিমান্ড শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম ইউনুস খান উভয় পক্ষের শুনানি শেষে শুক্রবার বিকালে এ আদেশ দেন। এর আগে বিকাল ৩টায় তিন সাংবাদিককে মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয় থেকে আদালতে আনা হয়।
Posted ১০:০৫ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin