| বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নাজমুল হোসেন ,মিলান ইতালি থেকে : ইতালির মিলানে বিরুধী দলীয় নেতা কর্মীদের উপর হামলা মামলা ও দেশে নিরপেক্ষ
নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
১ লা ডিসেম্বর রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান সেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ,সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান আইয়ুব,প্রতিষ্টাতা সভাপতি খান রুকন উদ্দিন আহমেদ , বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন ,সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান,যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন ,সাং ঘ টনিক সম্পাদক হারুন উর রশিদ,সহ সভাপতি আফসার উদ্দিন ,আবুল কালাম ,জুয়েল পাশা ,যুবদল নেতা গোলাম মুর্শেদ রাসেল,কাজী রুবেল ,তালুকদার শফিক মিটু,মিজানুর রহমান ,মীর হোসেন বিপ্লব, তফজ্জুল হোসেন তপু,রাকিব উদ্দিন আকন প্রমুখ ।
বক্তারা বলেন, একতরফা নির্বাচন প্রতিহতের আন্দোলনে ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে। চলমান আন্দোলন বিপথগামী ও বিভ্রান্ত করতে সরকার ও তাদের এজেন্টরা নানা অপপ্রচার চালাচ্ছে । বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন কখনো বৃথা যাবে না। জনগণের বিজয় অর্জিত হবেই। বর্তমান সংকট নিরসনে ঘোষিত তফসিল স্থগিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানান।
সমঝোতার বিষয়ে তাদের কোনো আন্তরিকতা নেই। জনগণকে বিভ্রান্ত করতে তারা কথিত সংলাপের কথা বলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”, ইতিমধ্যে একতরফা নির্বাচন প্রতিহত করতে জনগণ রাস্তায় নেমে এসেছে। এতে প্রমাণিত হয়েছে, মানুষ প্রহসনের নির্বাচন মেনে নেবে না। অথচ সরকার ও নির্বাচন কমিশন একতরফা নির্বাচন অনুষ্ঠানের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মিলান বিএনপি ,স্বেচ্ছাসেবক দল,যুবদলের নেতৃবৃন্দরা ।
Posted ১৬:২১ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin