বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আ.লীগ ৪, স্বতন্ত্র ২ ও জাপা ১

  |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

lukshipur

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল। তিনি পেয়েছেন ৪৮হাজার ৯৯০ ভোট।

গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলামএ নৌকা প্রতীক নিয়ে এক লাখ ১৮ হাজার ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আবদুল কাদের খান লাঙ্গল প্রতীক নিয়ে ১৩ হাজার ৪৪ ভোট পান।

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ডা. ইউনূস আলী সরকার এক লাখ ২৪ হাজার ৮ শ ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী খাদিমুল ইসলাম আনারস প্রতীকে পান ১৮ হাজার ২০৪ ভোট।

গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস)।

বগুড়া-৭ আসনে জাপার মোঃ আলতাফ হোসেন ১৭ হাজার ৮ শ ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গাবতলী-শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে এইচ এম এরশাদের জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ আলতাফ হোসেন লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৯৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মঞ্জুর জেপির এ টি এম আমিনুল ইসলাম বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২৮৫ ভোট।

দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী নৌকা প্রতীকে এক লাখ ৪২ হাজার ৬৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এনামুল হক সরকার (হাতুড়ি) পেয়েছেন দুই হাজার ৭৯৭ ভোট।

যশোর- ৫ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বপন ভট্টাচার্য ৭০ হাজারের বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত পাঁচ জানুয়ারি ব্যাপক সহিংসতার কারণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ৮১টির মধ্যে স্থগিত ২১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। পরে নির্বাচন কমিশন আজ  পুনঃভোট নেয়ার সিদ্ধান্ত নেয়।

সকাল সাড়ে ১০টার দিকে রামগঞ্জ উপজেলার মাছিমপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ভেতর ও বাইরে আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।ভোট উপলক্ষে কেন্দ্রগুলোর ভেতর ও বাইরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এজেন্ট ও কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা-হামলার হুমকির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুর রহমান।

সাত আসনে ভোটের তথ্য: দিনাজপুর-৪ আসনের ১২০টি কেন্দ্রের মধ্যে স্থগিত হয় ৫৭টি। স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯১৯জন। গাইবান্ধা-১ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৫৪ কেন্দ্রে ভোট রয়েছে ১ লাখ ৫৮ হাজার ২০৯টি।

গাইবান্ধা-৩ আসনে স্থগিত ৮০টি কেন্দ্রে ভোট রয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৭টি। গাইবান্ধা-৪ আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে স্থগিত রয়েছে ৭২টি। এতে ভোটার সংখ্যা ২ লাখ ৭৭টি।

বগুড়া-৭ আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রে পুনঃভোট হয়েছে। এতে ১ লাখ ১৫ হাজার ৮৬৫ ভোটার রয়েছেন।

যশোর-৫ আসনের ১২২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে পুনঃভোট হয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের ৮১টি আসনের মধ্যে পুনঃভোটের ২১টি কেন্দ্রে ৫০ হাজার ৫ জানুয়ারি ২৯২ আসনে গড়ে ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৩৯ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com